খেলা

১০০ রানের জুটি গড়লেন জাকের–হৃদয়

0

হৃদয়ের ২ ছক্কা
ফিফটি করার পর খোলস ছেড়ে বেরিয়েছেন হৃদয়। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার করা টানা দুই ওভারে মেরেছেন ২ ছক্কা। কুলদীপের বলে প্রথম ছক্কাটি মেরেছেন কাভার অঞ্চল দিয়ে, পরেরটি মিডউইকেট দিয়ে। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর শতরানের জুটি গড়লেন জাকের ও হৃদয়। যা চ্যাম্পিয়নস ট্রফিতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের প্রথম। এর আগে ষষ্ঠ উইকেট বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ছিল ৪৫ রানের।

avapq

বিস্কুট–কেকের ওপর ভ্যাট কমাল এনবিআর

Previous article

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ২ লাখ ৪৭ হাজার, ২ দিন ছুটি

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *