ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ইকোনমিক অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি থাকলে এই যোগ্যতা শিথিলযোগ্য। অর্থনীতি, পাবলিক পলিসি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইকোনমিক পলিসি, ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্ট বা অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটশন, এসডিজি, এইড আর্কিটেকচার অ্যান্ড ইনস্ট্রুমেন্টস বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
Comments