Read it in English | গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা ইসফাকুল কবির |
প্রযুক্তির দুনিয়ায় ম্যাকবুক এয়ার ব্যবহারকারীদের অভিজ্ঞতা শুধুমাত্র ল্যাপটপেই সীমাবদ্ধ থাকে না। ছোট্ট, কমপ্যাক্ট ডিজাইনের ম্যাকবুক ব্যবহার করতে কার না ভালো লাগে। তবে এই ভালো লাগাকে আর একটু আরামদায়ক করতে আপনার প্রয়োজন ভালো মানের একটি কীবোর্ড ও মাউস। আর এই ব্যাপারে “লজিটেক” এর কথা না বললেই নয়! এ্যাপেল এর নিজস্ব পণ্য তো অনেক দামি, সেক্ষেত্রে লজিটেক নিয়ে এসেছে কিছু অসাধারণ কীবোর্ড আর মাউস যা ম্যাকবুক এয়ারকে দেয় পূর্ণতা।
Logitech K380: ছোট্ট কিন্তু কাজে সেরা
ম্যাকবুকের স্লিম ডিজাইনের সাথে দারুণভাবে মানিয়ে তৈরি লজিটেক ব্র্যান্ডের K380। ছোট্ট এই কীবোর্ডটি হাতে নিলেই মন ভরে যায়। ২০১৫ সালে যখন এটি বাজারে আসে, তখন থেকেই কীবোর্ডটি জনপ্রিয়তা পেতে শুরু করে। ছোট্ট বৃত্তাকার বাটনগুলোতে টাইপ করতে গিয়ে আপনার মনে হবে যেন কোনো তুলার উপরে টাইপ করছেন। আর এটির সবচেয়ে ভালো দিকটি হলো—এটি ম্যাকবুক ছাড়াও একসঙ্গে তিনটি ডিভাইসে কানেক্ট করা যায়! কাজের মাঝে একটু ফোনে টাইপ করতে হবে? একটা বোতাম চাপলেই হয়ে গেল। তবে নাম্বার প্যাড নেই, তাই যাঁদের বড়সড় স্প্রেডশিটের দরকার, তাঁদের জন্য একটু অসুবিধা হতে পারে।
MX Keys Mini: যারা বেশি লেখালেখি করে তাদের জন্য
এটি কিছুটা বেশি দামি হতে পারে, কিন্তু যাঁরা দীর্ঘ সময় ধরে টাইপ করেন বা লেখালেখি করেন, তাঁদের জন্য এটি একেবারে সঠিক পছন্দ। ২০২১ সালে বাজারে আসা এই কীবোর্ডটির পিছনে আছেন বিখ্যাত ডিজাইনার ম্যাক্সিমিলিয়ান ফ্রিটজ। কী গুলোতে অটো ব্যাকলাইট ফিচার আছে, যা আলো কম থাকলে নিজে থেকেই জ্বলে ওঠে—আলো না থাকলে আপনাকে আর চিন্তা করতে হবে না। এর কী প্রেস রেসপন্স এতটাই নিখুঁত যে, লেখালেখি বা বড় বড় টাইপিং প্রোজেক্টেও হাত ব্যথা করবে না। তবে এটি অন্যান্য কিবোর্ডের থেকে একটু ভারী, তাই K380 এর মতো হালকা অনুভূতি নাও পেতে পারেন।
Logitech M350 মাউস: যেকোনো ব্যাগে সহজেই ঢুকিয়ে নিন
যাঁরা ল্যাপটপের সাথে ছোট্ট একটি মাউস চান, তাঁদের জন্য Logitech M350 একেবারে উপযুক্ত। এর ডিজাইনার এলিয়েনার মিমরা এমনভাবে তৈরি করেছেন, যাতে মাউসটি হাতের আরামে ফিট করে এবং পোর্টেবিলিটি বজায় রাখে। সাইলেন্ট ক্লিকের সুবিধার জন্য কফিশপে বা অফিসে কাজ করার সময় অন্যকে বিরক্তির সম্মুখীন হতে হয় না। ১৮ মাসের ব্যাটারি লাইফসহ এটি বাজারে আসে ২০১৯ সালে, আর তখন থেকেই এটি ম্যাকবুক ব্যবহারকারীদের প্রথম পছন্দে পরিণত হয়েছে। তবে, কখনো কখনো ব্লুটুথ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা আছে, তাই এর জন্য প্রস্তুত থাকা ভালো।
MX Master 3S: এক মাউসে অসীম ক্ষমতা
MX Master 3S এর কথা না বললেই নয়। বড় বড় স্ক্রিনের উপর একাধিক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার সময় যাঁরা নির্ভুলতার চূড়ান্ত অভিজ্ঞতা চান, তাঁদের জন্য এই মাউসটি হতে পারে সেরা কিছু। ম্যাগনেটিক স্ক্রল হুইল থাকায় স্লাইডিং আর স্ক্রলিংয়ে আনন্দের সীমা নেই। ২০২২ সালে বাজারে আসার পর থেকেই ক্রিয়েটিভ প্রফেশনালদের কাছে এটি বেশ জনপ্রিয়। Adobe বা ফটোশপে কাজ করার সময় যাঁরা একদম মাপা স্ক্রল চান, তাঁদের জন্য এই মাউস কেনা হবে সঠিক সিদ্ধান্ত।
ম্যাকবুক এয়ার ব্যবহারকারীদের জন্য Logitech K380 এবং MX Keys Mini কীবোর্ড দুটি আর মাউসে Logitech M350 এবং MX Master 3S প্রায় সব ধরনের কাজের জন্য যথেষ্ট। তাই চমৎকার ডিজাইন, স্মার্ট ফিচার, এবং কাজের সঙ্গী হিসেবে এগুলির মধ্যে থেকে পছন্দ করুন আপনার মতো করে।
Comments