স্কিল এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট

বাংলাদেশে আইইএলটিএস নিবন্ধনের সহজ গাইডলাইন

0
Read it in English গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আয়েশা আক্তার

বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করে থাকে।ভ্রমণের উদ্দেশ্য ছাড়া বিদেশে উচ্চশিক্ষা, চাকরিসহ নানা কারণে যেতে হলে আইইএলটিএস পরীক্ষা দিতে হয়। মূলত ইংরেজি ভাষা দক্ষতার জন্য একটি আন্তর্জাতিক প্রমিত নিরীক্ষণ পদ্ধতিকে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা সংক্ষেপে আইইএলটিএস বলা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে বিশ্বের অনেক দেশে উচ্চশিক্ষা কিংবা চাকরির জন্য যাওয়া যায় না। ইংরেজি ভাষাভাষি দেশগুলোর পাশাপাশি অন্যান্য ভাষার রাষ্ট্রগুলোও আইইএলটিএস স্কোরকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আর তাই আজকে আমরা কিভাবে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। 

বাংলাদেশে আইইএলটিএস নিবন্ধন

বাংলাদেশে সাধারণত আইইএলটিএস পরীক্ষা নিয়ে থাকে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন। দেশের প্রতিটি বিভাগীয় শহরেই এই দুটি প্রতিষ্ঠানের একাধিক কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সশরীরে নিবন্ধন করে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা যায়। প্রতি মাসেই পূর্বনির্ধারিত নির্দিষ্ট তারিখগুলোতে  আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত একাডেমিক ও জেনারেল ট্রেনিং (জিটি)- এই দুই ক্যাটাগরিতে নিবন্ধন নেওয়া হয়ে থাকে। যদি কেউ  উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে এই পরীক্ষায় অংশ নেয়, তাহলে তার ক্যাটাগরি হবে একাডেমিক। আর কেউ যদি চাকরি বা অন্য কোনো কারণে অভিবাসন করতে চায়, তাহলে তার ক্যাটাগরি হবে জিটি।

বাংলাদেশে আইইএলটিএস নিবন্ধন প্রক্রিয়ার চিত্র, যা পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক।

বাংলাদেশে আইইএলটিএস নিবন্ধন প্রক্রিয়া এবং প্রস্তুতির গাইড। | ছবি সংগৃহীত।

আইইএলটিএস পরীক্ষা দুইভাবে দেওয়া যায়। কম্পিউটারে অথবা সরাসরি কাগজে (চিরাচরিত পরীক্ষা পদ্ধতি) । কম্পিউটারে পরীক্ষার ক্ষেত্রে স্কোর পেতে সময় লাগে ৩ থেকে ৫ দিন। অপরদিকে, কাগজে  পরীক্ষার ক্ষেত্রে  ফলাফল আসতে সময় লাগে প্রায় ২ সপ্তাহ। পরীক্ষায় নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বৈধ পাসপোর্ট ছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না। আইইএলটিএস পরীক্ষার জন্য বর্তমান নিবন্ধন ফি ২২ হাজার ৫০০ টাকা।

ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস নিবন্ধন

ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস নিবন্ধন প্রক্রিয়ার চিত্র, যা পরীক্ষার জন্য সহায়ক তথ্য প্রদান করে।

ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস নিবন্ধন প্রক্রিয়া। | ছবি সংগৃহীত।

নিচে কিভাবে ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস নিবন্ধন করতে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো-

টেস্ট টেকার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি

আইইএলটিএস টেস্ট টেকার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করার চিত্র।

আইইএলটিএস টেস্ট টেকার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করার প্রক্রিয়া। | ছবি সংগৃহীত।

শুরুতে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে এই অংশের নাম টেস্ট টেকার পোর্টাল https://eamidentity.britishcouncil.org/account/login । এখানে পরীক্ষার্থী নিজের অ্যাকাউন্ট তৈরি করবে। অ্যাকাউন্ট তৈরির জন্য প্রয়োজন হবে পরীক্ষার্থীর নাম, জন্মতারিখ এবং একটি ই-মেইল ঠিকানা। অতঃপর একটি পাসওয়ার্ড দিয়ে এবং নিবন্ধনের শর্তাবলিতে সম্মতিসূচক টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে শেষ হবে অ্যাকাউন্ট তৈরির কাজ। এই পোর্টালে অ্যাকাউন্ট করার সুবিধা হলো, পুরো নিবন্ধন একবারে না করে প্রার্থী প্রয়োজনমতো বিরতি নিয়ে বিভিন্ন সময়ে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে পারবেন। এছাড়াও পরবর্তী সময়ে আইইএলটিএস স্কোর চেক করা ও উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোয় টিআরএফ (টেস্ট রিপোর্ট ফরম) পাঠানো যাবে এই পোর্টালের মাধ্যমে।

টেস্ট ক্যাটাগরি নির্বাচন

আইইএলটিএস টেস্ট ক্যাটাগরি নির্বাচন করার চিত্র।

আইইএলটিএস টেস্ট ক্যাটাগরি নির্বাচন প্রক্রিয়া। | ছবি সংগৃহীত।

টেস্ট টেকার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করার পরে লগইন করে স্ক্রিনের উপরের বাম কোণে থাকা ‘বুক নিউ টেস্ট’ এ ক্লিক করতে হবে। এরপর আসবে টেস্ট ক্যাটাগরি নির্বাচনের অপশন। একাডেমিক বা জেনারেল ট্রেনিং (জিটি) থেকে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে। তারপর দেশ ও বিভাগ নির্বাচনের পর পরীক্ষার ফরম্যাট হিসেবে কাগজে পরীক্ষা বা কম্পিউটারে পরীক্ষা যেকোনো একটি বাছাই করতে হবে। প্রতিবন্ধীদের জন্য রয়েছে অ্যাক্সেসিবিলিটি রিকোয়ারমেন্ট-এর সুযোগ। যারা প্রতিবন্ধী তাদের জন্য স্ক্রাইব, সহায়ক প্রযুক্তি, পরিবর্তিত শ্রবণ সিডি, শ্রবণ প্রতিবন্ধী সংস্করণ বা পরীক্ষার স্থানে শ্রবণসহায়ক ডিভাইস বহন করার সুযোগ থাকে। তারা এই ক্যাটাগরিতে অ্যাক্সেসিবিলিটি রিকোয়ারমেন্ট অপশন বেছে নিবেন। পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে কাঙ্ক্ষিত তারিখটি বেছে নিতে হবে। তারপর বাছাই করা নির্দিষ্ট তারিখে ভেন্যু ও নিবন্ধন ফি দিতে হবে।

প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা

আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের এই ধাপে ব্যক্তিগত তথ্য দিতে হবে। এই ধাপে মাতৃভাষা ও টেস্ট দেওয়ার উদ্দেশ্য যোগ করতে হয়। অতঃপর সংযুক্তি হিসেবে পাসপোর্ট বা এনআইডি কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে। পাসপোর্টের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ যদি কাছাকাছি থাকে, তবে আইইএলটিএসে নিবন্ধনের আগেই রিনিউ করে নেওয়া উচিত।

রিভিউ সেকশন

রিভিউ সেকশন ধাপে পরীক্ষার তারিখ, পাসপোর্ট এবং ব্যক্তিগত তথ্য সুক্ষ্মভাবে যাচাই করতে হবে। কোনো ভুল হলে এই ধাপে তা সঠিকভাবে পরিবর্তন করতে হবে।

নিবন্ধন ফি

আইইএলটিএস নিবন্ধন ফি প্রদানের চিত্র।

আইইএলটিএস নিবন্ধন ফি প্রদান প্রক্রিয়া। | ছবি সংগৃহীত।

একজন পরীক্ষার্থী চাইলে তাৎক্ষণিকভাবে কিংবা পরবর্তীতে অন্য যেকোনো সময়ে নিবন্ধন ফি পরিশোধ করতে পারেন। ডিজিটাল এই যুগে ঘরে বসেই ফি পরিশোধের সুবিধা রয়েছে। প্রার্থী চাইলে কার্ড ও মোবাইল ব্যাংকিং-এর মতো অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ফি পরিশোধ করতে পারেন। ফি সফলভাবে পরিশোধ হলে প্রার্থীর ই-মেইল ঠিকানায় ব্রিটিশ কাউন্সিল থেকে একটি নিশ্চিতকরণ ই-মেইল পাঠানো হবে। আর এভাবেই ঘরে বসে সহজে আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন করা যায়।

আইডিপিতে আইইএলটিএস নিবন্ধন

আইডিপিতে আইইএলটিএস নিবন্ধন প্রক্রিয়ার চিত্র।

আইডিপিতে আইইএলটিএস নিবন্ধন প্রক্রিয়া। | ছবি সংগৃহীত।

এখন কিভাবে আইডিপিতে আইইএলটিএস নিবন্ধন করতে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো-

আইডিপিতে  অ্যাকাউন্ট তৈরি

কোনো শিক্ষার্থী যদি আইডিপিতে আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন করতে চায়, তাহলে প্রথমে https://book.ielts.idp.com/account  লিংকে গিয়ে একটি অ্যাকাউন্ট  খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার  জন্য প্রয়োজন  হবে প্রার্থীর নাম, জন্ম তারিখ, ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড।

আইডিপিতে আইইএলটিএস অ্যাকাউন্ট তৈরি করার চিত্র।

আইডিপিতে আইইএলটিএস অ্যাকাউন্ট তৈরি করার প্রক্রিয়া। | ছবি সংগৃহীত।

টেস্টের সময় নির্ধারণ

অ্যাকাউন্ট খোলার পরে লগইন করে আইডিপি- এর ওয়েবসাইটে যেতে হবে। তারপর স্ক্রিনের ওপরে ডান দিকের ‘বুক নাও’ অপশনে ক্লিক করতে হবে । এখানে চারটি সাব-সেকশন নিয়ে রয়েছে। প্রথমে পরীক্ষার ধরন একাডেমিক বা জিটি-এর যে কোনো একটি নির্বাচন করতে হবে। তারপর নির্বাচন হবে টেস্ট ফরম্যাট। সেখান থেকে কাগজে পরীক্ষা বা কম্পিউটারে পরীক্ষা এর যেকোনো একটি বেছে নিতে হবে। এরপরে ড্রপ ডাউন লিস্ট থেকে নিজের দেশ ও শহরের নাম নির্বাচন করতে হবে। সবশেষের স্ক্রিনে টেস্ট ডেট বাছাইয়ের পর যেতে হবে ‘ফাইন্ড সেশন’-এ।

নির্দিষ্ট ভেন্যুতে আইইএলটিএস সেশন নির্বাচন

‘ফাইন্ড সেশন’ অপশনটিতে গিয়ে নির্বাচন করতে হবে পরীক্ষার তারিখ এবং ভেন্যু। তারপরে শুরু হবে নিবন্ধনের চূড়ান্ত পর্যায়। এটি মূলত ৫টি অংশে বিভক্ত: সিলেক্ট টেস্ট ডেট, অ্যাকাউন্ট, রিভিউ, কমপ্লিট পেমেন্ট এবং ফাইনালাইজ বুকিং।

টেস্টের সময় নির্ধারণ

মূল সেশন লিস্টে তারিখ, সময় ও ভেন্যু সবকিছু উল্লেখ থাকে। সিলেক্ট টেস্ট ডেট সাব-সেকশনটিতে পৃথকভাবে শুধু সময় পরিবর্তনের সুযোগ থাকে।

অ্যাকাউন্ট ও রিভিউ

এই ধাপে ব্যক্তিগত বিবরণ ও পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। রিভিউ অংশে এতক্ষণ পর্যন্ত সরবরাহকৃত যাবতীয় তথ্য পুনরায় প্রদর্শন করা হয়। এই ধাপে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যায়।

পরীক্ষার ফি পরিশোধ

নিবন্ধনের সর্বশেষ সেকশন হলো পরীক্ষার ফি পরিশোধ। অনলাইনে ফি সফলভাবে পরিশোধের ভিত্তিতে নিবন্ধন সম্পন্ন হয়। এসময় টেস্টের যাবতীয় তথ্যসহ একটি ই-মেইল প্রদান করা হয়।

আইইএলটিএস পরীক্ষার ফি পরিশোধের চিত্র।

আইইএলটিএস পরীক্ষার ফি পরিশোধ প্রক্রিয়া। | ছবি সংগৃহীত।

আধুনিক এই যুগে আপনি চাইলে ঘরে বসেই নিজের আইইএলটিএস নিবন্ধন করতে পারেন। ব্রিটিশ কাউন্সিল কিংবা আইডিপির ওয়েবসাইটে গিয়ে এই ধাপগুলো অনুসরণ করে আপনি অল্প সময়ের মধ্যেই  আইইএলটিএস নিবন্ধন করতে পারেন।

“তথ্যসূত্র”

কীভাবে ওয়ালটন হয়ে উঠল আমাদের পণ্য

Previous article

কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই যেভাবে ড্রপশিপিং বিজনেস শুরু করবেন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *