গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আয়শা মারিয়া
ধরুন আপনি বাসে,অফিসে কিংবা সমুদ্রের পাড়ে আছেন আর আপনার সাথে রয়েছে আপনার পছন্দের সকল বই। কেমন হবে ব্যাপারটা তখন? একটু ভেবে বলুন তো!
আমরা জানি একজন বই প্রেমীর জন্য এটি একটি ভালো লাগার বিষয় হলেও বাস্তবে কিন্তু তা অসম্ভব। কারণ এত বই একসাথে লাগেজ ভর্তি করে চলা আপনার জন্য কষ্টসাধ্য বিষয় হতে পারে। তাই বই প্রেমীদের জন্য এক অতি প্রয়োজনীয় ডিভাইস হলো ই-বুক রিডার। অনেকেই ই-বুক রিডার সম্পর্কে ইতোমধ্যে অবগত হলেও অনেকের কাছেই এটি এখনো নতুন।
কল্পনা করুন যে, আপনার নখদর্পণে বইয়ের একটি বিশাল লাইব্রেরি রয়েছে যেখানে প্রতিটি বইয়ের ওজন একটি পাখির পালকের চেয়েও কম। একটি ই-বুক রিডারের সাহায্যে আপনি একটি ডিভাইস এ হাজার হাজার বই বহন করতে পারবেন। ই-বুক রিডার সাধারনত দেখতে ট্যাবের মত হলেও ট্যাবের থেকে অনেক হালকা। তাই এটি যেকোনো স্থানে বহন করাও ভীষণ সহজ এবং এটি দিয়ে লক্ষাধিক লাইব্রেরিও আপনি এক্সেস করতে পারবেন। একবার চার্জ দিয়ে আপনি একটি ই-বুক রিডার একসপ্তাহ চালাতে পারবেন।
বর্তমানে বেশ কিছু ই-বুক রিডার পাঠকদের পছন্দের তালিকায় অগ্রাধিকার পাচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অ্যামাজন কিন্ডল পেপারহোয়াইট(২০২১), বুক্স পালমা ই-বুক রিডার, কোবো লিব্রা ২, বুক্স নোভা ৩ ইত্যাদি। চলুন আজকের আলোচনায় আমরা “বুক্স পালমা ই-বুক রিডার” নিয়ে কিছুটা জানার চেষ্টা করি।
“বুক্স পালমা ই-বুক রিডার”
“কিন্ডল” ভীষণ জনপ্রিয় ই-বুক রিডার হলেও বর্তমানে বুক্স পালমা ই-বুক রিডার এর স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের জন্য এর ব্যবহারকারী বৃদ্ধির সংখ্যা লক্ষণীয়। বুক্স পালমা মূলত একটি মোবাইল ই-পেপার ডিভাইস যা কিন্ডলের ফিচারের সাথে মিশ্রিত একটি স্মার্টফোন। এটিতে ই-ইঙ্ক ডিসপ্লে রয়েছে। এছাড়া পালমা’র এন্ড্রয়েড ফোনের মতো পারফরমেন্স দিয়ে পাঠকদের মাঝে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
পালমা একটি হ্যান্ডি ডিভাইস যা দেখতে প্রায় আই-প্যাডের মতো। ইংক-লাইক প্রযুক্তির কারণে পালমা’র স্ক্রিন কালো এবং সাদা রঙের মধ্যেই সীমাবদ্ধ থাকে। পালমাতে উন্নত অক্টা-কোর সিপিউ এবং স্টোরেজ সুবিধা রয়েছে। এটিকে একরকম এন্ড্রয়েড ফোনের ছোট ভার্সনও বলা যায়। কারণ- পালমা দিয়ে ছবি তোলা, অ্যাপস ডাউনলোড, ইন্টারনেট ব্রাউজিং এবং এর স্ক্রিনের কালার গ্রেডিং আপনার চোখের জন্য প্রশান্তিদায়ক হবে। পালমা আপনাকে ইবুক পড়তে, পডকাস্ট শুনতে এমনকি আপনাকে আপনার পছন্দের এ্যাপগুলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহারের সুবিধা ও দিয়ে থাকে।
পালমা’র ৩০০ পিপিআই রেজোলিউশন সহ এর অত্যাধুনিক ই-ইঙ্ক কার্টা ১২০০ ডিসপ্লে -দিয়ে আপনি চোখে কোনো রকম ক্লান্তি ছাড়াই আপনার পছন্দের সবরকম কন্টেন্ট উপভোগ করতে পারবেন। পালমা যেকোনো ডকুমেন্টস কে ১৬ এমপি’র পেছনের ক্যামেরা ব্যবহার করে ডিজিটাল ফর্ম্যাটে রূপান্তর করতে পারে। এছাড়া ইন্টিগ্রেটেড ফ্ল্যাশের সাহায্যে কম আলোতে পালমা ডক স্ক্যানের স্বচ্ছতা এবং স্থিতিশীলতা বাড়াতে পারে। বুক্স পালমা একটি ওয়াটার প্রুফ ডিভাইস। মাল্টিমিডিয়া কিংডম ওয়েবসাইটটিতে ক্যাশ ডিসকাউন্টে ৩৭,৯৯৯ টাকায় এবং মান্থলি ইএমআই এ ৩,৪৬১ টাকায় আপনি একটি বুক্স পালমা কিনতে পারবেন।
চলুন এবার বুক্স পালমা ই-বুক রিডার এর কিছু সুবিধা অসুবিধা সম্পর্কে জেনে নেই।
সুবিধা
বুক্স পালমা দেখতে ফোনের মতো এবং অবিশ্বাস্যভাবে হালকা ওজনের। এটি পোর্টেবল ডিভাইস এবং ভ্রমণে আপনার একজন ভালো সঙ্গী হতে পারে। এই ডিভাইস আপনি সবসময় পার্স বা ব্যাগে করে নিয়ে ঘুরতে পারবেন। ফোনের আকারের হওয়ায় যখন ইচ্ছে তখন বের করে এর ভেতরে থাকা নিজের পছন্দের বইটি পড়তে পারবেন। অধিক লোকের মাঝে বই বের করে পড়তে যাদের অস্বস্তি লাগে তাদের জন্য বই পড়ার এই ডিজিটাল ডিভাইস অনেক উপকারি হতে পারে।
এই ডিভাইসটির ই-ইংক স্ক্রিনটি কিন্ডল পেপার হোয়াইটের মতো এবং একটানা অনেকসময় ধরে এতে বই পড়লে চোখের উপর কোনোরকম চাপ অনুভূত হয় না। আপনি নিজের ইচ্ছে মতো অনেক সময় ধরে রিডিং মুডে পালমা তে বই পড়তে পারবেন ।
বুক্স পালমা দিয়ে আপনি কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন, এছাড়াও আপনি ফোনের মতোই এই ডিভাইসে থাকা অ্যাপের মাধ্যমে অডিওবুক এবং ই-বুক ডাউনলোড করতে পারেন এবং এগুলো পড়তে বা স্ট্রিম করতে ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন হয় না।
অডিও বুক এর জন্য বুক্স পালমা’র স্পিকার গুলি বেশ ভালো কার্যকর। কোনো অডিও বুক শুনতে হলে আপনাকে নিজের ফোনের ব্যাটারীর চার্জ কিন্তু শেষ করতে হবে না। তবে উচ্চস্বরে শোনার জন্য এটিতে কোন এক্সটারনাল স্পিকার নেই তবে আপনি এয়ারপডের মতো এটিতে একটি ব্লুটুথ ডিভাইস সংযুক্ত করতে পারেন।
অসুবিধা
বুক্স পালমা’র সেট আপ এমন ভাবে করা যে কিন্ডল এ্যাপ ব্যবহার করে এই ডিভাইস থেকে আপনি “অ্যামাজন কিন্ডল পেপারহোয়াইট” ব্যবহারের স্বাদ পাবেন। পালমা তে কোনো ডার্ক মুড নেই। রাতের বেলা অন্ধকারে ই-বুক রিডারে বই পড়তে চাইলে ডার্ক মুড কার্যকরি একটি বৈশিষ্ট্য। এছাড়াও যারা এন্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন না তাদের জন্য পালমা ব্যবহারে কিছুটা বেগ পেতে হতে পারে। যেমন- আইফোন ব্যবহারকারীদের জন্য নিঃসন্দেহে পালমা’র ফাংশন বোঝা কিছুটা অসুবিধাজনক হতে পারে। এছাড়াও এর স্ক্রিনে শুধু সাদা এবং কালো রঙ এ সব কিছু দেখায় বলে অন্যান্য এ্যাপ দেখতে কিছুটা অদ্ভুত লাগতে পারে। পালমা তে আপনি বেশ কিছু এ্যাপ ডাউনলোড করতে পারেন, যেমন- কিন্ডল, গুডরিডস, স্টোরিগ্রাফ, এভারেন্ড, হুপলা, লিব্বি, অডিও ফোল্ডার ইত্যাদি।
কিন্ডল জনপ্রিয়তার দিক থেকে বেশ এগিয়ে থাকলেও বুক্স পালমা এর মোবাইল ফিচারের জন্যে বেশ পরিচিত হয়ে উঠছে। তবে আপনি যদি পালমা কে মোবাইল ফোনের বিকল্প হিসেবে ব্যবহার করতে চান আপনি যে হতাশ হবেন এতে কোনো সন্দেহ নেই। এই ডিভাইসটির স্ক্রিন এবং স্পিড একটি সেল ফোনের তুলনায় তুলনামূলকভাবে ধীর গতিসম্পন্ন। পালমা শুধুমাত্র পড়া এবং পড়া সম্পর্কিত কার্যকলাপের জন্যই উপযুক্ত। আশা করি বুক্স পালমা ব্যবহার করে আপনি হতাশ হবেন না।
Comments