স্কিল এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট

উচ্চশিক্ষার জন্য জিআরই পরীক্ষার নিবন্ধন যেভাবে করবেন

0
Read it in English গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আয়েশা আক্তার

দেশের বাইরে যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যেতে চান, তারা প্রায়ই আইইএলটিএস দিবেন নাকি জিআরই এ বিষয়ে দ্বিধা দ্বন্দে থাকেন। অনেকে আবার জিআরই পরীক্ষা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। জিআরই পরীক্ষা কি এবং কিভাবে ঘরে বসেই খুব সহজে জিআরই পরীক্ষার রেজিস্ট্রেশন করা যায় সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিন।

জিআরই কি?

গ্র্যাজুয়েট রেকর্ড পরীক্ষা বা জিআরই হলো একটি কম্পিউটার-ভিত্তিক প্রবেশিকা পরীক্ষা যা মূলত বিদেশের বিশ্ববিদ্যালয়ে ব্যবসা এবং আইনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য। এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ইটিএস) দ্বারা পরিচালিত এই পরীক্ষাটি মৌখিক যুক্তি, পরিমাণগত যুক্তি, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বিশ্লেষণমূলক লেখার দক্ষতা পরিমাপ করে থাকে। অনেক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামের জন্য আবেদনকারীদের করা জিআরই স্কোর জমা দিতে হয়।

জিআরই কি?: উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় জিআরই পরীক্ষা এবং তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত।

জিআরই: উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। | ছবি সংগৃহীত।

সাধারণ পরীক্ষার পাশাপাশি গণিত, পদার্থবিদ্যা এবং মনোবিজ্ঞানে জিআরই বিষয়ের পরীক্ষা হয়ে থাকে। এই বিষয়গুলোর যেকোনো একটিতে স্নাতক ডিগ্রি  রয়েছে এমন ব্যক্তিরা নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য জিআরই পরীক্ষা দিতে পারেন। জিআরই পরীক্ষা অনলাইনে বা অফলাইনে দেওয়া যায়।

জিআরই পরীক্ষার রেজিস্ট্রেশন 

বাড়িতে বসেই মাত্র ৫টি ধাপ অনুসরণ করে জিআরই পরীক্ষার রেজিস্ট্রেশন করা সম্ভব। নিচে ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো-

অ্যাকাউন্ট তৈরি 

জিআরই পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আপনাকে ইটিএস এর ভেরিফাইড ওয়েবসাইটে https://www.ets.org/gre.html যেতে হবে। ওয়েবসাইটের ডানদিকের উপরের কর্ণারে থাকা ‘ইটিএস অ্যাকাউন্ট’ আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে অ্যাকাউন্ট তৈরি  করতে হবে। এসময় আপনাকে একটি ৩ ধাপের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জিআরই পরীক্ষার জন্য অ্যাকাউন্ট তৈরি: নিবন্ধনের প্রথম পদক্ষেপ।

জিআরই পরীক্ষার জন্য অ্যাকাউন্ট তৈরি করার প্রক্রিয়া। | ছবি সংগৃহীত।

প্রথম ধাপে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদির মতো সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। দ্বিতীয় ধাপে অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ড ইত্যাদি সেট আপ করতে হবে৷ এটি মূলত অ্যাকাউন্ট লগ ইনের জন্য নির্বাচিত ধাপ। এবার আপনার সমস্ত তথ্য পূরণ করে এবং রিভিউ করে ফর্ম জমা দিলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আপনি অ্যাকাউন্ট তৈরির ফর্মটি পূরণ করেছেন এমন আইডিতে একটি ইমেল যাচাইকরণ লিংক পাবেন। যাচাইকরণ সম্পূর্ণ করতে সেই লিংকে ক্লিক করুন।

পরীক্ষার সময়সূচি নির্ধারণ

ইটিএস অ্যাকাউন্ট তৈরি করার পরে জিআরই ওয়েবসাইটে সাইন ইন করুন। একবার আপনি লগ ইন করলে, আপনার ব্যক্তিগত জিআরই হোমপেজে প্রবেশ করবেন। সেখানে আপনার ইটিএস অ্যাকাউন্টের বিবরণ থাকবে। এবার আপনাকে জিআরই পরীক্ষার তারিখ এবং সময় নির্বাচন করতে হবে। আপনি পছন্দমতো জিআরই টাইমলাইন অনুসারে পরীক্ষা কেন্দ্র, তারিখ এবং সময় চূড়ান্ত করতে পারবেন।

আপনার বিবরণ পুনরায় যাচাই 

এই ধাপে আপনি যেসকল তথ্য পূর্বে প্রদান করেছিলেন তা রিভিউ করবেন যাতে কোনো ভুল না থাকে। আপনি যদি জিআরই সার্চ পরিসেবা বেছে নিতে চান তবে আপনার ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করতে হবে। এই তথ্যগুলো আপনার পছন্দের  বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তির জন্য আপনার সাথে যোগাযোগ করতে সাহায্য করবে।

জিআরই রেজিস্ট্রেশন ফি প্রদান 

জিআরই পরীক্ষা দেওয়ার জন্য এই ধাপে আপনাকে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। ফি প্রদান করতে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেপ্যাল বা ফান্ড ট্রান্সফার করতে পারেন।

জিআরই রেজিস্ট্রেশন ফি প্রদান: পরীক্ষার জন্য ফি পরিশোধের প্রক্রিয়া।

জিআরই রেজিস্ট্রেশন ফি প্রদান করার প্রক্রিয়া। | ছবি সংগৃহীত।

নিশ্চিতকরণ মেইল

অর্থপ্রদান করার পরে আপনি জিআরই পরীক্ষার তারিখ, কেন্দ্র এবং সময় উল্লেখিত একটি নিশ্চিতকরণ ইমেল পাবেন। এই ইমেইলের মাধ্যমে আপনি সহজেই ইটিএস অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

জিআরই রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ মেইল: সফল নিবন্ধনের পর প্রাপ্ত নিশ্চিতকরণ ইমেইল।

জিআরই রেজিস্ট্রেশনের নিশ্চিতকরণ মেইল। | ছবি সংগৃহীত।

আপনি যদি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান এবং জিআরই পরীক্ষা দিতে বদ্ধ প্রতিকর হয়ে থাকেন, তাহলে আপনার একটি সুষ্ঠ পরিকল্পনার প্রয়োজন।  এক্ষেত্রে দ্রুত পরিকল্পনা করে আপনার তাড়াতাড়ি জিআরই পরীক্ষা দেওয়া উচিত যাতে প্রয়োজনে জিআরই পরীক্ষা পুনরায় দেওয়ার জন্য নিজেকে সময় দিতে পারেন।

“তথ্যসূত্র”

ডিজিটাল স্টার্টআপ: বাংলাদেশের অর্থনীতিতে নতুন প্রেরণা

Previous article

কোকা-কোলার বিজ্ঞাপনে বাংলাদেশের জনগণের ক্ষোভের কারন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *