Read it in English | গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আয়েশা আক্তার |
মাত্র কয়েক দশক আগেও মানুষ পত্র-পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তির সন্ধান করতো। নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য জানার জন্য মানুষ সাপ্তাহিক চাকরির খবরের কাগজের উপরও বেশ নির্ভরশীল ছিলো। কিন্তু সময় পাল্টেছে। ডিজিটাল এই যুগে মানুষ এখন আগের মতো খবরের কাগজের উপর নির্ভরশীল নয়। বর্তমান বিশ্বে লিংকডইন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের প্রোফাইলে দক্ষতা, অভিজ্ঞতা শেয়ার করে এবং চাকরির সন্ধান পেয়ে থাকে। বিশ্বব্যাপী এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিয়ে লিংকডইন বৃহত্তম পেশাদার নেটওয়ার্ক। আপনি যদি আপনার কর্মজীবন এবং পেশাদার অগ্রগতি সম্পর্কে সচেতন হন, তবে আপনার একটি আপ-টু-ডেট লিংকডইন প্রোফাইল থাকতে হবে। চলুন লিংকডইন প্রোফাইল কি, কিভাবে প্রোফাইল আপডেট রাখবো এ বিষয়ে বিস্তারিত জেনে নেই।
লিংকডইন
লিংকডইন হলো ব্যবসা এবং কর্মসংস্থানভিত্তিক সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম যা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করে। ২০০৩ সালের ৫ মে রিড হফম্যান এবং এরিক লাই লিংকডইন প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালের ডিসেম্বর থেকে লিংকডইন মাইক্রোসফ্টের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। প্ল্যাটফর্মটি মূলত প্রফেশনাল নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার বিকাশের জন্য ব্যবহৃত হয়।
কেন লিংকডইন প্রোফাইল গুরুত্বপূর্ণ?
আপনি আপনার কর্মজীবনে যে পজিশনেই চাকরি করুন না কেনো, লিংকডইন সবসময়ই আপনার অগ্রগতিতে সাহায্য করার জন্য একটি সহায়ক টুল হিসেবে কাজ করবে। অনেক সময় নিয়োগকারীরা সক্রিয়ভাবে লিংকডইন ব্যবহার করে প্রার্থীদের খুঁজে বের করতে। শুধু চাকরি নয়, গবেষণার কাজেও লিংকডইন সাহায্য করে। গবেষণাপত্র পাবলিশ করার জন্য কনফারেন্স ডেইট, ইভেন্ট সম্পর্কে সহজেই লিংকডইন থেকে জানা যায়। প্রফেশনাল নেটওয়ার্কিং বৃদ্ধি করার জন্য এই প্ল্যাটফর্মের কোনো বিকল্প নেই। শুধু লিংকডইন প্রোফাইল তৈরি করা যথেষ্ট নয়। একটি অল-স্টার লিংকডইন প্রোফাইল পেশাদার বিশ্বাসযোগ্যতা তৈরি করে। একটি নিখুঁত লিংকডইন প্রোফাইল তৈরির মাধ্যমে এমন লোকেদের সাথে সংযোগ স্থাপন করতে হবে যারা কর্মজীবনের বিকাশে সাহায্য করতে পারে। চলুন জেনেই কিভাবে মাত্র ৮টি টিপস অনুসরণ করে একটি নিখুঁত লিংকডইন প্রোফাইল তৈরি করা সম্ভব।
ধাপ-১ সঠিক প্রোফাইল পিকচার নির্বাচন
বাংলায় একটি জনপ্রিয় প্রবাদ রয়েছে- ‘আগে দর্শনধারী পরে গুণবিচারী’। আপনার প্রোফাইল ছবি হলো লিংকডইনে আপনার কলিং কার্ড। মানুষের কাছে আপনার ইম্প্রেশন সৃষ্টি করবে এই প্রোফাইল পিকচার। লিংকডইনে সঠিক প্রোফাইল ছবি বাছাই করার কিছু কার্যকরী টিপস রয়েছে। যেমন- ফর্মাল ছবি দিতে হবে, ছবি যাতে বেশি দূরত্বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং হাসি মুখের ছবি হতে হবে। লিংকডইন পরিসংখ্যান থেকে জানা যায় যে, একটি প্রোফাইলে যদি ছবি অন্তর্ভুক্ত থাকে তাহলে প্রোফাইলে ২১ গুণ বেশি ভিউ পাওয়া যায়৷
ধাপ-২ একটি নজরকাড়া শিরোনাম তৈরি করুন
লিংকডইন প্রোফাইলে নামের ঠিক নিচে শিরোনাম অবস্থিত এবং প্রোফাইল দর্শকদের চোখে সর্বপ্রথম এই শিরোনাম পড়বে। ১২০ অক্ষরের মধ্যে এই শিরোনাম লিখতে হবে। এটিকে একটি ছোট বিলবোর্ড বিজ্ঞাপন মনে করতে পারেন। এই শিরোনাম পড়েই মানুষ আকৃষ্ট হবে। তাই নিজের সৃজনশীলতা ব্যবহার করে একটি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে হবে।
ধাপ-৩ একটি আকর্ষণীয় লিংকডইন “অ্যাবাউট” তৈরি করুন
একটি ভালো লিংকডইন প্রোফাইল তৈরি করতে হলে সঠিকভাবে লিংকডইন অ্যাবাউট লিখতে হবে। এটি মূলত শিরোনামের একটি দীর্ঘ রূপ। ২০০০ অক্ষরের মধ্যে লিংকডইন অ্যাবাউট লিখতে হয়। লেখার সময় শুধু আপনার অতীত অভিজ্ঞতার উপর ফোকাস করবেন না, একইসাথে আপনি কোন জায়গায় ভাল করছেন এবং আপনি একজন সম্ভাব্য নিয়োগকর্তাকে কী দিতে পারবেন তা যোগ করুন। নিজের সৃজনশীলতা এবং পেশাদারিত্বের একটি চিত্র হবে এই লিংকডইন অ্যাবাউট। একটি শক্তিশালী এবং আকর্ষণীয় লিংকডইন অ্যাবাউট আপনার লিঙ্কডইন প্রোফাইলটিকে আলাদা করে তুলবে৷
ধাপ-৪ অভিজ্ঞতা হাইলাইট করুন
আপনি লিংকডইনে আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা প্রদর্শন করতে পারেন। সংক্ষিপ্ত আকারে আপনি কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে পারেন। শুধু তাই নয়, অন্যান্য ক্ষেত্রগুলোও নিয়ে লিখতে পারেন। যেমন- ভাষা, প্রকাশনা, শিক্ষা, সংস্থা এবং আরও অনেক কিছু। আপনার ক্যারিয়ার এবং পরবর্তী পদক্ষেপগুলির সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো যুক্ত পারেন। আপনার প্রোফাইল যত বেশি সম্পূর্ণ হবে, আপনি “অল-স্টার” স্ট্যাটাস পাওয়ার সম্ভাবনা তত বেশি।
ধাপ-৫ নিজের দক্ষতার সঠিক প্রয়োগ
আপনি যখন আপনার লিংকডইনকে আলাদা করে তোলার কথা ভাবছেন, তখন দক্ষতার মতো গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় ভুলে যাবেন না। নিয়মিত আপনার সবচেয়ে প্রাসঙ্গিক এবং বিপণনযোগ্য দক্ষতা সম্পর্কে তথ্য যোগ করুন বা আপডেট করুন। আবার, আপনি যে চাকরির বিজ্ঞাপনগুলি দেখছেন তা আপনাকে কোন ধরনের দক্ষতা অন্তর্ভুক্ত করতে হবে সে সম্পর্কে ধারণা দিবে।
ধাপ-৬ ভিজ্যুয়াল মিডিয়া ব্যবহার করুন
লিংকডইনে ফেসবুক-এক্স( টুইটার) এর মতো ব্যাকগ্রাউন্ড ফটো যোগ করা যায়। এটি করা বেশ সহজ এবং লিংকডইন প্রোফাইলকে আলাদা করতে সাহায্য করে। তাই এমন একটি থিম বেছে নিন যা আপনার পেশা বা ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত। লিংকডইনে ইউটিউব ভিডিও, ইনফোগ্রাফিক্স, নিবন্ধের মতো প্রোফাইলে অন্যান্য মিডিয়া সংযোগ করার সুযোগ আছে। আপনি তার নাম দিতে পারেন।
ধাপ-৭ আপনার URL কাস্টমাইজ করুন
আপনার লিংকডইনে URL হলো আপনার ব্যক্তিগত প্রোফাইলের ওয়েব ঠিকানা। একটি লিংকডইন প্রোফাইল সেট আপ করার সময়, ডিফল্ট URL-এ সাধারণত নাম,অক্ষর এবং সংখ্যাগুলোর একটি এলোমেলো ক্রম থাকে৷ প্রোফাইলের ডানদিকে লিংকডইন URL সম্পাদনা করার বিকল্প অপশন রয়েছে। আপনি সংক্ষিপ্ত URL কাস্টমাইজড করে তৈরি করতে পারেন।
ধাপ-৮ নেটওয়ার্ক বৃদ্ধি করা
লিংকডইনে নেটওয়ার্ক বাড়ানোর সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্রাসঙ্গিক উপায় হলো ইমেল ঠিকানার সঙ্গে আপনার প্রোফাইল যুক্ত করা। পরিচিত সবার সাথে লিংকডইনে যুক্ত হয়ে তাঁদের মাধ্যমেও নেটওয়ার্কিং বৃদ্ধি করা যায়। এছাড়াও যে বিভাগে আপনার দক্ষতা আছে, সেখানকার মানুষের সাথে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে তাদেরকে যুক্ত হতে চাওয়ার কারণ জানাতে পারেন।
লিংকডইন প্রোফাইল পেশাদার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি আপনাকে আপনার ব্র্যান্ড তৈরি করতে, নেটওয়ার্কিং বৃদ্ধি করতে এবং নতুন ক্যারিয়ারের সুযোগ অন্বেষণ করতে সহায়তা করে৷ একটি সফল লিংকডইন প্রোফাইলের চাবিকাঠি হলো নিয়মিত আপডেট করা। একটি সুন্দর লিংকডইন প্রোফাইল আপনাকে নিত্যনতুন কাজের সুযোগ করে দিবে।
Comments