Read it in English | গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আনিকা তায়্যিবা |
মোবাইল ফোন আমাদের নিত্যসঙ্গী। কাছে আর কিছু থাকুক বা না থাকুক, মোবাইল ফোন সবসময়ই থাকে। কেমন হবে যদি কোনো দোকান ভাড়া না নিয়ে কেবল এই মোবাইল ব্যবহার করেই বিক্রি করতে পারেন আপনার ব্যবসার পণ্য। তাও আবার ফেসবুক অ্যাপ ব্যবহার করে। বাস্তবে ও কিন্তু এমনটি সম্ভব। ফেসবুকের মার্কেটপ্লেস একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে আপনি সহজেই আপনার পণ্য কেনাবেচা করতে পারেন। বিশেষ করে পণ্য স্থানীয়ভাবে প্রচারের জন্য এটি একটি আদর্শ প্ল্যাটফর্ম। তবে ফেসবুকের এই ফিচার ব্যবহার করতে জেনে নিতে হবে কিছু সাধারণ ধাপ। যেমনঃ
১. ফেসবুক মার্কেটপ্লেসে প্রবেশ করুন
প্রথমে ফেসবুক মার্কেটপ্লেসে প্রবেশ করতে হবে। এই জন্য ল্যাপটপ বা পিসি থেকে ফেসবুকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন এবং নেভিগেশন নামের একটি মেনুতে মার্কেটপ্লেস আইকনে ক্লিক করুন। মোবাইল ব্যবহার করে থাকলে ফেসবুক অ্যাপের হোমপেজের নিচের দিকে মার্কেটপ্লেস ট্যাব খুঁজে পাবেন।
২. নতুন লিস্টিং তৈরি করুন
তারপর সেখান থেকে “Create New Listing” বা “নতুন তালিকা তৈরি করুন” বোতামে ক্লিক করুন। এটি ক্লিক করার পর আপনাকে পণ্যের ধরন নির্বাচন করতে হবে যা আপনি বিক্রি করতে চান। যেমনঃ বিভিন্ন ব্যবহার্য সামগ্রী বিক্রি, ভাড়া দেয়া, যানবাহন, বা হতে পারে কোন সম্পত্তি।
৩. পণ্যের বিস্তারিত দিন
এবার আপনার পণ্যের বিস্তারিত তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে: পণ্যের নাম, পণ্যের বৈশিষ্ট্য ও বিবরণ, মূল্য সাথে ছবি। পণ্যের একাধিক কোণ থেকে ছবি তুলে তা যুক্ত করতে পারেন যেন ক্রেতারা পণ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পায়।
৪. অবস্থান বা লোকেশন নির্ধারণ করুন
আপনার পণ্যের অবস্থান কোথায় প্রদর্শিত হবে তা নির্ধারণ করতে লোকেশন দিন। এতে স্থানীয় ক্রেতারা সহজে আপনার পণ্যটি খুঁজে পাবে এবং আপনার বিক্রিও বাড়বে।
৫. ক্যাটাগরি নির্বাচন করুন
সঠিক ক্যাটাগরি বা শ্রেনী নির্বাচন করুন, যাতে ক্রেতারা সহজে পণ্যটি খুঁজে পায়। উদাহরণস্বরূপ, বৈদ্যুতিক সরঞ্জামের জন্য জন্য ইলেকট্রনিক্স ক্যাটাগরি, অথবা আসবাবপত্রের জন্য ফার্নিচার ক্যাটাগরি।
৬. পোস্ট করুন
সব কিছু ঠিকভাবে সম্পন্ন করার পর, Post বা পোস্ট করুন বোতামে ক্লিক করুন। এতে ফেসবুক আপনার পোস্টটি স্থানীয় মার্কেটপ্লেসে দৃশ্যমান করবে এবং আগ্রহী ক্রেতারা পণ্য ক্রয়ের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারবে।
৭. ক্রেতাদের সাথে যোগাযোগ করুন
ক্রেতারা আগ্রহী হলে তারা আপনার পোস্টে কমেন্ট করতে পারে। অথবা ইনবক্সে ক্ষুদেবার্তা পাঠাতে পারে। ক্রেতাদের সাথে দ্রুততার সাথে যোগাযোগ করুন এবং পণ্যের বিস্তারিত জানান।
৮. বিক্রয় সম্পন্ন করুন
ক্রেতার সাথে একটি উপযুক্ত স্থানে দেখা করে লেনদেন সম্পন্ন করুন। চাইলে ডিজিটাল পদ্ধতিতেও টাকার আদানপ্রদান করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। টাকা গ্রহণ করার পরপরই পণ্য হস্তান্তর করুন।
ব্যবসার শুরুতে অনেক সময় অধিক টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে পণ্য কেনাবেচার পরিস্থিতি নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রয় করা সহজ এবং নিরাপদ। উপরের এই নির্দেশনা মেনে আপনি সহজেই ফেসবুকে আপনার পণ্য বিক্রি করতে পারবেন যা যেকোনো ব্যবসার জন্য শুরুর ধাপ হতে পারে।
Comments