Read it in English | গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়েশা আক্তার |
আমরা সকলেই এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান সম্পর্কে কমবেশি জানি। কিন্তু আমরা কেউ কি ভয়েস সার্চ অপ্টিমাইজেশান বা ভিএসও -এর কথা শুনেছি? আমরা অনেকেই হয়তো আজকে প্রথম এই শব্দের সাথে পরিচিত হয়েছি। কিন্তু বাস্তব জীবনে এর ব্যবহার আমরা হরহামেশাই করে থাকি। নিশ্চয় ভাবছেন কিভাবে? আচ্ছা, গুগলে কিংবা চ্যাটজিপিটি ব্যবহারের সময় আমরা মাঝে মাঝে ভয়েস কমান্ড দিয়ে থাকি। আমরা কোনো তথ্য জানার হলে টাইপ না করে ভয়েস কমান্ডকে প্রাধান্য দিয়ে থাকি। এটিই মূলত ভয়েস সার্চ অপ্টিমাইজেশান বা ভিএসও। নামটা শুনতে ভীষণ কঠিন মনে হলেও পুরো ব্যাপারটাই কিন্তু বেশ সহজ। আজকে আমরা ভয়েস সার্চ অপ্টিমাইজেশান বা ভিএসও নিয়ে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করবো।
ভয়েস সার্চ অপ্টিমাইজেশান (ভিএসও) কি?
ভয়েস সার্চ অপ্টিমাইজেশান (ভিএসও) মূলত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা এসইও -এর একটি উন্নত সংস্করণ। এটি মূলত টেক্সট সার্চ এর বিকল্প। একটি ওয়েবসাইটকে সার্চ প্রযুক্তি এবং সার্চ ইঞ্জিন এর উপযুক্ত করে তোলার মাধ্যমে ভয়েস সার্চ রেজাল্ট এ অবস্থান উন্নয়ন করাই মূলত ভয়েস সার্চ অপটিমাইজেশন। সাধারণত, একটি ওয়েবসাইট বা ব্যবসার নাম যতবার এসইআরপি-তে উচ্চতর পদে প্রদর্শিত হবে, তত বেশি ট্রাফিক পাবে। উদাহরণ হিসেবে আমরা ভিএসও গুগল, অ্যামাজন সিরি এবং উইন্ডোস কোর্টানার কথা বলতে পারি।
কিভাবে ভিএসও কাজ করে?
ভয়েস সার্চ অপ্টিমাইজেশান মূলত টাইপ করার পরিবর্তে কথা বলার মাধ্যমে তথ্য প্রদান করে থাকে। যখন আপনি একটি ভয়েস-অ্যাক্টিভেটেড ডিভাইস ব্যবহার করে কোনো তথ্য জানতে চান, তখন ডিভাইসটি আপনার কথার অর্থ বুঝার জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি ) ব্যবহার করে সার্চ ইঞ্জিন-এ অনুসন্ধান করে সবচেয়ে সেরা উত্তরটি আপনাকে প্রদান করে। সার্চ ইঞ্জিন এর পাশাপাশি এখন আমরা স্বয়ংক্রিয় নানান যন্ত্রে, রোবটিক্স, মেশিন লার্নিং এর মতো বড় বড় সেক্টর এ ভয়েস সার্চ এর ব্যবহার দেখতে পাচ্ছি যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সহজ ভাষায়, আমরা যখন টাইপ করার বদলে ভয়েসে কোনো কমান্ড দেই এবং কাঙ্ক্ষিত ফলাফল পাই, তা হলো ভয়েস সার্চ অপ্টিমাইজেশান।
ভয়েস সার্চ অপ্টিমাইজেশান কেন গুরুত্বপূর্ণ?
আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, ভয়েস সার্চ অপ্টিমাইজেশান কেন আমাদের জন্য এতো গুরুত্বপূর্ণ? এর উত্তর হলো – গ্রাড ভিউ রিসার্চ এর তথ্যমতে ২০২৩ সালে ভয়েস সার্চ এর মার্কেট সাইজ ছিল $৩.০৫ বিলিয়ন ডলার যা ২০৩০ সাল নাগাদ বৃদ্ধি পাবে ২৩.৮ CAGR এ। সাম্প্রতিক গবেষণা অনুসারে, ৫০% এর বেশি অনলাইন অনুসন্ধানগুলো ভয়েস-ভিত্তিক হয়ে থাকে এবং এই সংখ্যাটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভয়েস সার্চ অপ্টিমাইজেশানের জন্য আমরা অ্যামাজন ইকো, গুগল হোম এবং সিরির মতো যুগান্তকারী প্রযুক্তির সাক্ষী হতে পেরেছি।
ভয়েস সার্চ অপ্টিমাইজেশান কীভাবে করবেন?
ভয়েস সার্চ অপ্টিমাইজেশান মূলত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও) -এর উন্নত সংস্করণ। এখানে মানুষ টাইপ না করে ভয়েসের মাধ্যমে তথ্য অনুসন্ধান করে থাকে। আর তাই ভয়েস সার্চ অপ্টিমাইজেশান করার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আমরা এখন এই সাধারণ নিয়মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
১. কীওয়ার্ড স্ট্রাটেজি
আমরা জানি যে, ওয়েবসাইট এসইও করার সময় লং-টেইল কীওয়ার্ড, শর্ট-টেইল কীওয়ার্ড সহ নানা কীওয়ার্ড ব্যবহার করা হয়। কিন্তু ভয়েস সার্চ অপটিমাইজেশন এর ক্ষেত্রে লং-টেইল কীওয়ার্ড এবং প্রশ্ন টাইপ কীওয়ার্ডগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে। কারণ, অধিকাংশ ভয়েস সার্চ প্রশ্নবোধক এবং বড় বাক্যের হয়ে থাকে। আপনি চাইলে গুগল ট্রেন্ডস, উবার সাজেস্ট-এর মতো টুলগুলো ব্যবহার করে এমন কীওয়ার্ড এবং প্রাসঙ্গিক প্রশ্ন সম্পর্কে জানতে পারেন, যা মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে।
২. কনটেন্ট অপটিমাইজেশন (অন-পেজ এসইও)
ওয়েবপেইজ, পোস্ট বা অন্য যেকোনো ধরনের কনটেন্ট তৈরির সময় আমাদের লক্ষ্য রাখতে হবে তা যেন সরাসরি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়।আপনি চাইলে ওয়েবসাইটের প্রতিটি ব্লগ পোস্টে FAQ অ্যাড করতে পারেন। আপনি চাইলে একজন গ্রাহকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আপনার ব্যবসা, পণ্য বা পরিষেবা সম্পর্কিত প্রশ্নগুলোর তালিকা করতে পারেন। তারপর আপনার ওয়েবসাইটে যেসকল প্রশ্ন প্রায়শই জিজ্ঞাস করা হয়, তা প্রশ্ন আকারে যুক্ত করুন। মনে রাখবেন আপনার ওয়েবসাইটের কনটেন্টগুলো যতোবেশি সাধারণ কথোপকথনের মতোন হবে, ততো সহজে ভয়েস সার্চ অপটিমাইজেশন করা সম্ভব।
৩. লোকাল এসইও (অফ-পেজ এসইও)
ভয়েস সার্চ অপটিমাইজেশন এর ক্ষেত্রে লোকাল এসইও অনেক বড় ভূমিকা পালন করে থাকে। কারণ, ভয়েস সার্চগুলো বেশিরভাগই লোকেশন ভিত্তিক হয়ে থাকে। আর তাই নিজের ওয়েবসাইটের পরিচিতি বাড়াতে লোকাল এসইও -এর বিকল্প নেই। একাজে আপনি চাইলে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। এছাড়াও, আপনার ব্যবসা, অফিস ইত্যাদির ভালো ছবি যোগ করতে পারেন এবং গুগলে একটি বিস্তারিত সাইটম্যাপ দিতে পারেন।
৪. টেকনিক্যাল এসইও
ভয়েস সার্চ অপটিমাইজেশনে ভালো করার উপায় হলো ওয়েবসাইটকে টেকনিক্যালি স্মুথ রাখা। আপনাকে ওয়েবসাইটের লোডিং স্পিডের পাশাপাশি ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি করার দিকে বিশেষ নজর দিতে হবে। ভয়েস সার্চের বেশীরভাগ সার্চ হয়ে থাকে মোবাইলভিত্তিক। তাই মোবাইল ফ্রেন্ডলি করা অত্যাবশ্যকীয়। এছাড়াও সার্চ ইঞ্জিন যেন ওয়েবসাইট এর বিষয়বস্তু সহজেই বুঝতে পারে তাই সঠিক ডাটা ব্যবহার করতে হবে।
ভিএসও এবং ভবিষ্যৎ
ডিজিটাল এই যুগে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির বিকাশ আমাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলেছে। প্রযুক্তির এই ধারাবাহিকতায় ভয়েস সার্চ অপ্টিমাইজেশান ডিজিটাল মার্কেটিংকে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভিএসও আপনার ব্যবসায় নতুন গ্রাহকদের সাথে যোগাযোগ থেকে শুরু করে ডিজিটাল বিপণনের ভবিষ্যতে আপনার স্থান সুরক্ষিত করতে পারে।
আর্টিফিশাল ইন্টিলিজেন্স আরো উন্নত হচ্ছে, ফলে এআই দ্বারা ভয়েস সার্চ বিষয়টিও অনেক বেশি নরমালাইজড হয়ে যাবে এবং সাধারণ মানুষ ভালো ফিডব্যাক পাবে। রোবটিক্স, মেশিন লার্নিং এর মতো বিপ্লবের ফলে ভয়েস সার্চ বা ভয়েস কমান্ডের ব্যবহার অনেক বেশি বৃদ্ধি পাবে। গুগল অ্যাসিস টেন্ট, জিমিনি, এলেক্সা কিংবা সিরি-এর মতো প্রোজেক্টগুলো অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে। ব্যবসা ক্ষেত্রে ভয়েস সার্চ অপ্টিমাইজেশান বিপ্লব তৈরী করবে বলে অনেকে ধারণা করছেন।
Comments